“আমরা দুই ঘণ্টার জন্য শহীদ মিনারে ফিরে যাচ্ছি। কোনো আশ্বাস না পেলে আমরা দুই ঘণ্টা পর ফের শাহবাগ অবরোধ করব।"
Published : 09 Jan 2025, 04:34 PM
পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি, পুনঃতদন্তসহ তিন দফা দাবি পূরণে সরকারকে দুই ঘণ্টা সময় দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত স্বজনরা।
বৃহস্পতিবার বেলা ১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর বিকাল সাড়ে ৩টায় তারা অবস্থান ছেড়ে শহীদ মিনারের দিকে যাত্রা করেন। তারা উঠে যাওয়ায় শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়।
চাকরিচ্যুত বিডিআর সদস্য মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে ছাত্রনেতাদের অনুরোধে আমরা দুই ঘণ্টার জন্য শহীদ মিনারে ফিরে যাচ্ছি। দাবি আদায়ের কোনো আশ্বাস বা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না হলে আমরা দুই ঘণ্টা পর ফের শাহবাগ অবরোধ করব।"
তাদের দাবিগুলো হল– পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সব বিডিআর সদস্যের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যয়বিচার।
এর আগে শাহবাগে এসে বিক্ষোভরতদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। দলটির যুগ্ম মহাসচিব আশরাফুল আলম আন্দোলনরতদের সঙ্গে আলোচনার জন্য প্রধান উপদেষ্টাকে একজন প্রতিনিধি পাঠানোর আহ্বান জানান।
এর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সমন্বয়ক মাহীন সরকার শাহবাগে এসে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের 'দুই ঘণ্টার জন্য’ শহীদ মিনারে ফিরে যাওয়ার অনুরোধ করেন। দুই ঘণ্টার মধ্যে সরকার পদক্ষেপ না নিলে 'কঠোর আন্দোলনে যাওয়ার' ঘোষণা দেন তিনি।
গ্রেপ্তার বিডিআর সদস্যদের স্বজনদের এই কর্মসূচি শুরু হয় বুধবার সকাল থেকে। প্রথমে শহীদ মিনারে মানববন্ধন করার পর তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাষ্ট্রীয় বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। কিন্তু শাহবাগ মোড়ে পুলিশ তাদের আটকে দেয়।
পরে একটি প্রতিনিধিদলকে স্মারকলিপি দিতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বাকিদের একটি অংশ শাহবাগ থানা সংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন, আরেকটি অংশ ফিরে যায় শহীদ মিনারে।
বৃহস্পতিবার সকালে টানা দ্বিতীয় দিনের মত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়। বেলা ১টার দিকে তারা সেখান থেকে উঠে শাহবাগ মোড় অবরোধ করলে গুরুত্বপূর্ণ ওই চৌরাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
চাকরিচ্যুত বিডিআর সদস্য মো. মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পিলখানা হত্যাকাণ্ডের সব বিডিআর জেলবন্দিদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার চাই। দাবি আদায়ে আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।"
কারাবন্দি বিডিআর সদস্য মোল্লা সাঈদ হাসানের বাবা মোল্লা নাবিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৮২৪ জন কারাবন্দি আছেন। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। চাকরিচ্যুত হয়েছেন সাড়ে ১৮ হাজার। আমরা বন্দিদের মুক্তি, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন দাবি করছি।"