Published : 04 Mar 2025, 12:01 AM
বরিশালে যুবদল নেতা হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতার ঘরে আবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে নগরীর ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া হাউজিং এলাকায় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা শাহীন হাওলাদারের ঘরে লাগা আগুন সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনার তথ্য দেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন।
তিনি বলেন, রাত ৯টা ১৫ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত সাড়ে ১০টার সময় তা নিয়ন্ত্রণে আনতে পারেন। এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা যায়নি।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, অন্ধকারের মধ্যে কারা আগুন দিয়েছে তা কেউ দেখতে পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
”অতি উৎসাহী না বিক্ষুব্ধ জনতা দিয়েছে তদন্ত না করে নিশ্চিতভাবে বলতে পারছি না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য স্থানীয় জনতার কাছে সহায়তা চাওয়া হয়েছে।”
এর আগে রোববার রাতে কাউনিয়া হাউজিং এলাকায় ‘আধিপত্য বিস্তার’ নিয়ে নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া কুপিয়ে জখম করা হয় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গাজীকে।
এ ঘটনার জন্য ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ এনে রোববার রাতেই তার ঘরে আগুন দেওয়া হয়।
এদিকে সোমবার সুরুজ হত্যার ঘটনায় মহানগর পুলিশের কাউনিয়া থানায় নিহতের ভাই শাহীন গাজী মামলা করেছেন।
এতে শাহীনসহ ৭ জনের নাম দিয়ে এবং পরিচয় ছাড়া আটজনকে আসামি করা হয়।
ওসি নাজমুল নিশাত বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রথমে তর্ক, পরে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এক পক্ষ আরেক পক্ষের দুইজনকে কুপিয়েছে। এদের মধ্যে এক যুবদল নেতা নিহত হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে।
বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা