বরিশালে জিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে উঠেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
জেলার বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ দেখায় তারা।
পৌনে এক ঘণ্টা বিক্ষোভ দেখানোর পর প্রশাসনের লোকজন গিয়ে আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীর মা বুধবার থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযোগ তদন্ত করছে। অভিযোগের সত্যতা পেলে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
প্রধান শিক্ষককে বিদ্যালয়ে গিয়ে পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকমল হোসেন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অন্য শিক্ষকদের নিয়ে সভা করে নিয়মিত পাঠদানসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে।
তবে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আশুতোষ ব্রহ্ম প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি পক্ষ তাদের পছন্দসই লোককে পরিচালনা কমিটির সভাপতি করতে না পেরে প্রধান শিক্ষককে অপসারণের জন্য এমন ঘটনা সাজিয়েছে।
প্রধান শিক্ষকের বক্তব্য জানার জন্য তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।