উখিয়ায় ক্যাম্পে ‘রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি, গ্রেনেড উদ্ধার

এ সময় মোহাম্মদ নুরুন্নবী নামের এক রোহিঙ্গা নাগরিককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2023, 05:06 PM
Updated : 6 Jan 2023, 05:06 PM

কক্সবাজারের উখিয়া বালুখালী শরণার্থী শিবিরে ‘সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে’ গোলাগুলিতে এক রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তল্লাশি চালিয়ে একটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৯ ব্লকে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান।

এ সময় মোহাম্মদ নুরুন্নবী নামের এক রোহিঙ্গা নাগরিককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত একটি গ্রেনেড পাওয়া যায় বলে জানান সহকারী পুলিশ সুপার।

মোহাম্মদ নুরুন্নবী বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৯ ব্লকের মোহাম্মদ কাশিমের ছেলে।

তাকে প্রথমে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

ক্যাম্পের বাসিন্দাদের বরাত দিয়ে এপিবিএন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “বিকালে দুই পক্ষের ১০ থেকে ১২ জন সন্ত্রাসী এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তাদের মধ্যে বেশ কিছু সময় গোলাগুলি চলে।“

“খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। পরে সেখানে অভিযান চালানো হয়।”