দুপুরে ক্রিকেট খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ওই দুই কিশোর দুর্ঘটনার কবলে পড়ে বলে জানায় পুলিশ।
Published : 16 Feb 2024, 06:04 PM
জামালপুর সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জামালপুর সদর থানার এসআই নজরুল ইসলাম।
নিহতরা হলেন- ওই এলাকার সোহেল রানার ছেলে মো. কাঁকন মিয়া (১৬) এবং পিঙ্গলহাটি গ্রামের মো. সুমন টিকাদারের ছেলে সিনহাত টিকাদার (১৪)।
কাঁকন শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ও সিনহাত শহরের হাসিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে এসআই নজরুল বলেন, দুপুরে কাঁকন ও সিনহাত ক্রিকেট খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সিনহাত মারা যায়।
স্থানীয়রা কাঁকনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।