অটোরিকশায় প্লাস্টিকের খাঁচায় কোয়েল পাখির ডিমের সঙ্গে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছিল ১০২ বোতল ফেনসিডিল।
Published : 23 Dec 2023, 11:57 AM
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় কোয়েল পাখির ডিমের খাঁচায় লুকানো ফেনসিডিলসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে ‘মাদক ব্যবসায়ী’ বলছে পুলিশ।
শনিবার ভোরে পৌরসভার আলেপের তেপতি এলাকার সড়ক থেকে ১০২ বোতল ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানিয়েছেন নাগেশ্বরী থানার ওসি রুপ কুমার সরকার।
গ্রেপ্তার মফিজুল ইসলাম (৬২) ভূরুঙ্গামারী থানার মালভাঙ্গা গ্রামের বাসিন্দা।
ওসি রুপ কুমার জানান, মফিজুল ইসলাম অটোরিকশায় প্লাস্টিকের খাঁচায় কোয়েল পাখির ডিমের সঙ্গে অভিনব কায়দায় লুকিয়ে ১০২ বোতল ফেনসিডিল লুকিয়ে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেগুলো উদ্ধার করে মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় অটোরিকশাটিও।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার বিকালের মধ্যে তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।