রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

এবার প্রতি ইউনিটে চার শিফটে হচ্ছে ভর্তি পরীক্ষা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2024, 09:34 AM
Updated : 5 March 2024, 09:34 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে তিন দিনের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে।

এবার ‘সি’ ইউনিটে কোটাসহ আবেদন করেছেন ৭৬ হাজার ৩৫৪ জন এবং কোটা বাদে আবেদনকারীর সংখ্যা ৭০ হাজার ৯৭৬ জন।

ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার তিনটি ইউনিটে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তিনটি ইউনিটে কোটা বাদে ৩ হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট এক লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৪৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় জানায়, এবার প্রতি ইউনিটে চার শিফটে হচ্ছে ভর্তি পরীক্ষা। বুধবার কলা অনুষদের অধীনে ‘এ’ ইউনিট এবং বৃহস্পতিবার বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছে।

“আমরা আশা করছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। এখানে সবাই নিরাপদে আসবেন এবং নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন।”