দুই মাসের বকেয়া বেতনের দাবিতে টানা ৫৩ ঘণ্টা অবরোধের পর সোমবার বেলা ২টার দিকে অবরোধ তুলে নিয়েছিলেন শ্রমিকরা।
Published : 11 Nov 2024, 07:27 PM
সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে ছেড়ে দেওয়ার দুই ঘণ্টা পর আবারও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড পোশাক কারখানার শ্রমিকরা।
এতে গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় মহাসড়কের উভয় পাশে আবারও যানজট দেখা দিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, পাওনা নিয়ে আলোচনা করতে যাওয়া প্রতিনিধি দল ঢাকা থেকে ফিরে না আসা পর্যন্ত শ্রমিকরা অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছে।
তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছেন বলে জানান তিনি।
এর আগে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে টানা ৫৩ ঘণ্টা অবরোধের পর সোমবার বেলা ২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছিলেন।
৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
শ্রমিক অবরোধ তৃতীয় দিনে, গাজীপুরে অচল মহাসড়ক
সে সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মোবাইলে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য সরকার দায়িত্ব নিয়ে আগামী রোববারের মধ্যে ছয় কোটি টাকা অনুদান হিসাবে দেওয়া হবে বলে শ্রমিকদের আশ্বাস দিয়েছিলেন শ্রম সচিব।
এছাড়া শ্রমিকদের অন্যান্য দাবি ও পাওনা কিভাবে, কবে পরিশোধ করা হবে তা আলোচনার জন্য শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন।
পরে আন্দেলনরত শ্রমিকদের মধ্য থেকে ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় শ্রম সচিবের সঙ্গে আলোচনার জন্য রওয়ানা হন বলে জানান উপ-পুলিশ কমিশনার নাজির আহমেদ।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে এবং আলোচনায় শ্রমিকদের একটি প্রতিনিধি দল ঢাকা যাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানালে শ্রমিকরা সড়ক ছাড়তে থাকেন।
শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ২০ কিলোমিটার যানজট
গাজীপুরে বিভিন্ন দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, যানজট
“তবে সেসময় কিছু শ্রমিক মহাসড়ক ছাড়তে অস্বীকৃতি জানান। পরে পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া দিলে ওই শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়।”
সারোয়ার আলম আরও বলেন, কিন্তু সেনাসদস্যরা চলে গেলে পর বিকাল সাড়ে ৪টার দিকে আবারও সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন শ্রমিকদের একটি অংশ। তারা বলছেন প্রতিনিধি দল ঢাকা থেকে না ফেরা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।
তবে পুলিশের পক্ষ থেকে সড়ক ছেড়ে দেওয়ার জন্য তাদের বুঝানো হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।