দিনাজপুরে ‘টাকা নিয়ে পালানোর চেষ্টা’, এএসআই গ্রেপ্তার

পুলিশ জানায়, এক ব্যক্তিকে ডলার দেওয়ার কথা বলে টাকা নেন শাহীন; এক পর্যায়ে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 05:28 PM
Updated : 8 August 2022, 05:28 PM

দিনাজপুরে ‘ডলার দেওয়ার’ কথা বলে টাকা নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে পুলিশের এক এএসআইকে ধরে আটক করেছে জনতা।

সোমবার সকালে খানসামা উপজেলার পাকেরহাট থেকে আটক করা হয় বলে খাসনামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান।

আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা ডিবি পুলিশের এএসআই পদে কর্মরত আছেন। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

ওসি চিত্ত রঞ্জন জানান, সকালে পাকেরহাটে আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে ডলার দেওয়ার কথা বলে টাকা নেন শাহীন। এক পর্যায়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

“এ সময় ডলার কিনতে আসা হান্নানসহ দুই যুবক চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে খানাসামা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয়।”

ওসি জানান, এই ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে দায়েরকৃত মামলায় তাকে জেল হাজতে পাঠানো হবে।