মাজার কমিটি জানায়, ওরস উপলক্ষ্যে মাজার প্রাঙ্গণে তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়।
Published : 04 Mar 2025, 04:16 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ওরসের আয়োজনে মধ্যে এক মাজারে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার রাতে ‘তৌহিদি জনতার ব্যানারে কিছু লোক উপজেলার মাসকা বাজারসংলগ্ন হজরত শাহ নেওয়াজ ফকিরের (ল্যাংটা পাগলা) মাজারে এ হামলা চালায় বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।
পুলিশ ও মাজার কমিটি জানায়, বুধবার প্রতি বছরের মত এবারও মাজারে ৬৪তম বার্ষিক ওরস আয়োজন করা হয়। এবার রোজা থাকায় ওরসে শুধু দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়।
ওরস উপলক্ষ্যে মাজার প্রাঙ্গণে তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়। রাতে কিছু লোক লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে মাজারে হামলা করে।
এ সময় তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, “বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।”