আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।
Published : 01 Apr 2025, 03:10 PM
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টায় কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে ফকির বংশের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
আহত ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যান বর্ষাপাড়া গ্রামের সিরাজ ফকির। কিন্তু তাতে বাধা দেয় তার চাচাতো ভাই গাউস ফকির।
এই নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা ও ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।
ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।