বোরো ধান চাষ করার জন্য প্রায় তিন লাখ টাকার মাছ ঘের থেকে ধরে এনে বাড়ির পাশের পুকুরে মজুদ করেছিলেন মাছ ব্যবসায়ী সিদ্দিক মোল্লা।
Published : 01 Apr 2025, 06:00 PM
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা পুকুরে বিষ প্রয়োগ করে এক মাছ ব্যবসায়ীর প্রায় তিন লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
রোববার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের এ ঘটনা ঘটে। পরে সোমবার সকালে পুকুরে মরা মাছ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে অজ্ঞতানামা কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এসআই ফুলমিয়া।
চৌরখুলী গ্রামের মাছ ব্যবসায়ী সিদ্দিক মোল্লা বলেন, “আমার চারটি মাছের ঘের আছে, সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি। দেড় মাস আগে ঘেরের জমিতে বোরো ধান চাষ করার কারণে প্রায় তিন লক্ষ টাকার মাছ ধরে এনে বাড়ির পাশের পুকুরে মজুদ করি।
“কিন্তু রোববার রাতে কেউ বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা সব মাছ মেরে ফেলেছে। সোমবার সকালে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি।”
তিনি বলেন, “আমার যারা এত বড় ক্ষতি করল তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই। ”
এসআই ফুলমিয়া বলেন, “পুকুরের মালিক লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ”