জার্মান কাপের গতবারের চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দলটি।
Published : 02 Apr 2025, 08:56 PM
আগের মৌসুমে যে দল জার্মান ফুটবলের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় অবনমন এড়াতে সংগ্রাম করছিল, অখ্যাত সেই আর্মিনিয়া বিলেফেল্ড একের পর এক চমক দেখিয়েছে এবারের জার্মান কাপে। সবশেষ, প্রতিযোগিতাটির গতবারের চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে হারিয়ে সবাইকে হতবাক করে ফাইনালে উঠেছে ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিতি পেয়ে যাওয়া দলটি। নিজেদের এই স্বপ্নময় পথচলা যেন বিশ্বাসই করতে পারছেন না দলটির অধিনায়ক মায়েল কোরবোজ।
ঘরের মাঠে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও গতবারের বুন্ডেসলিগা জয়ী লেভারকুজেনকে ২-১ গোলে হারায় বিলেফেল্ড।
চতুর্থ দল হিসেবে তৃতীয় স্তর থেকে জার্মান কাপের ফাইনালে উঠেছে তারা। প্রতিযোগিতাটির এক আসরে বুন্ডেসলিগার চার দলকে বিদায় করে দেওয়া শীর্ষ দুই বিভাগের বাইরের প্রথম দলও তারাই।
দ্বিতীয় রাউন্ডে ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে, শেষ ষোলোয় ফ্রেইবুর্ককে ৩-১ গোলে ও শেষ আটে ভার্ডার ব্রেমেনকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা।
মিডফিল্ডার কোরবোজ যেন অবিশ্বাসের ঘোরে আছেন, “প্রতিটি রাউন্ডই ছিল পরাবাস্তব। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না।”
১১ বছর পর ২০২০ সালে বুন্ডেসলিগায় ফিরেছিল বিলেফেল্ড, কিন্তু দুই মৌসুম পর আবার তাদের অবনমন হয় এবং ২০২৩ সালে অবনমন প্লে-অফে হেরে তারা তৃতীয় স্তরে নেমে যায়।
গত মৌসুমে তৃতীয় স্তর লিগা ৩-এ অবনমন অঞ্চল থেকে ৬ পয়েন্টে ওপরে থেকে আসর শেষ করে দলটি। চলতি আসরে বর্তমানে তারা আছে চার নম্বরে, শীর্ষে থাকা দলের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে।
৩০ বছর বয়সী কোরবোজের মতে, সাম্প্রতিক সংগ্রামই তাদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
“প্রথম ২০ মিনিটের মধ্যে গোল হজম করা সবচেয়ে খারাপ বিষয় ছিল, কিন্তু এই বছর এবং গত বছর আমরা অনেক কিছু পার করে এসেছি। তৃতীয় বিভাগে অবনমনের লড়াইয়ে এবং এক বছর পর আমরা ডিএফবি পোকালের (জার্মান কাপ) ফাইনালে।”
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে আগামী ২৪ মে শিরোপা লড়াইয়ে বুন্ডেসলিগার আরেক দলের মুখোমুখি হবে বিলেফেল্ড। আরেক সেমি-ফাইনালে বুধবার লড়বে স্টুটগার্ট ও লাইপজিগ।
কোরবোজ বললেন, “ভক্তরা জানুয়ারি থেকেই বলছিল যে আমরা বার্লিনে যাচ্ছি।”