Published : 03 Apr 2025, 05:47 PM
নিউ জিল্যান্ড সফরে বাজে পারফরম্যান্সে পাকিস্তানের একের পর এক হারে ক্ষুব্ধ কামরান আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক এই কিপার-ব্যাটসম্যান। জাতীয় দলের অবস্থার উন্নতি করতে না পারলে নাকভিকে তার পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
আইপিএল ও অন্যান্য কারণে নিয়মিত ক্রিকেটারদের অনেককে ছাড়াই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলছে নিউ জিল্যান্ড। তাদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান হারে ৪-১ ব্যবধানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতেও তারা হেরে গেছে বড় ব্যবধানে, ৭৩ ও ৮৪ রানে; প্রথম ম্যাচে শেষ দিকে আর দ্বিতীয় ম্যাচে প্রথম দিকে ধসে পড়ে তাদের ব্যাটিং।
এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও গত দুটি ওয়ানডে বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল তারা।
নিজের ইউটিউব চ্যানেলে আলাপে গত বছরের ফেব্রুয়ারিতে পিসিবির দায়িত্ব নেওয়া নাকভির প্রতি বার্তা দিলেন আকমল।
“এটা (পাকিস্তানের পারফরম্যান্স) বিব্রতকর। পিসিবি চেয়ারম্যানের বিবেচনা করা উচিত যে, যদি তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তার পদত্যাগ করা উচিত। নিজের সুনাম নষ্ট করবেন না। যদি আপনি তা না চান, তাহলে বর্তমান দলের অবস্থার উন্নতি করুন।”
পাকিস্তানের বোলারদেরও একহাত নিয়েছেন দলটির হয়ে ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা আকমল।
“যদি পাকিস্তানের বোলাররা এমন পিচে পারফর্ম করতে না পারে, তাহলে তারা কোথায় পারফর্ম করবে? এশিয়ায়, তারা বলে যে, বোলারদের জন্য কিছুই থাকে না (উইকেটে)। যেসব ভেন্যুতে কিছু করার সুযোগ থাকে, সেখানেও তারা কিছু করতে পারে না। আমাদের বিপক্ষে তাদের (প্রতিপক্ষ) কি প্রতিবন্ধী খেলোয়াড়দের খেলানো উচিত? আমরা আসলে জানিই না কোথায় বোলিং করতে হবে। এর অর্থ হলো পরিবর্তন আনতে হবে।”