“পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে। আর টাকা ও বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব”, বলেন তিনি।
Published : 24 Feb 2025, 03:58 PM
দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, “আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনও কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই। তবে চেষ্টা এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচেষ্টা আছে, তাড়না আছে।”
সোমবার সকালে রাজশাহী নগরে ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ নিয়ে কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
নগরের পিটিআই মিলনায়তনে এই কর্মশালায় রাজশাহী বিভাগের আট জেলার বিচারক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
অন্তর্বর্তী সরকার একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে মন্তব্য করে আসিফ নজরুল বলেন, “বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ; যেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।
“পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে। আর টাকা ও বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং কো-অর্ডিনেশন সভাতেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।
চলমান বিচার পদ্ধতি নিয়ে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।
“আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয়। সে বিষয়গুলো নিয়ে কর্মশালায় আলোচনা এবং নির্দেশনা দেওয়া হবে।”