মাদকগুলো বাসের হ্যাংগারে একটি ব্যাগে রাখা ছিল বলে জানায় বিজিবি।
Published : 20 Jan 2025, 12:06 AM
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন পাওয়ার দাবি করছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বাহিনীটি।
রোববার দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে তেঁতুলিয়ার পেদিয়াগছ বিওপি এলাকার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া ডাহুক কমলা বাগান এলাকায় চৌকি বসিয়ে যাত্রীবাহী বাস থেকে মাদকগুলো জব্দ করা হয় বলে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তারা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরে গোপন সংবাদে ওই এলাকায় চৌকি বসানো হয়। এ সময় সীমান্তের মেইন পিলার ৪৩১ এর ৪ নম্বর সাব পিলার থেকে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ডাহুক কমলাবাগান এলাকায় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী এসআর পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের ভেতরে হ্যাংগারে একটি শপিং ব্যাগে রাখা ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন পাওয়া যায়।
ওই ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “রোববার দুপুরে তেঁতুলিয়ায় ১ কেজির বেশি হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
তিনি আরো বলেন, “অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”