ইফতার মাহফিল থেকে বাসায় ফেরার পথে অটোরিকশায় যৌন নিপীড়ন ও ছিনতাইয়ের শিকার হন তিনি।
Published : 15 Mar 2025, 12:14 AM
নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়ন এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুরের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তারের তথ্য র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন, আরাফাত হোসেন অন্তর (২৩) ও মো. রবিন (২০)। আরাফাতের বাড়ি বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে। রবিনের বাড়ি চৌমুহনীর নাজিরপুর এলাকায়।
বুধবার কলেজের একটি ইফতার মাহফিল থেকে সন্ধ্যায় মাইজদীর বাসায় ফেরার পথে অটোরিকশায় হেনস্তা ও ছিনতাইয়ের শিকার হন ওই কলেজছাত্রী। পরদিন বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ঘটনার বর্ণনায় বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, বাসায় ফেরার জন্য অটোরিকশায় উঠলে সেখানে থাকা কয়েকজন তাকে যৌন হেনস্তা করেন। তারা মুখ চেপে ধরেন। আধাঘণ্টা পর ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তার আগেই মোবাইল ফোন, টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে ওই ছাত্রীকে ফেলে দিয়ে পালিয়ে যায় হেনস্তাকারীরা।
ওই ঘটনার খবরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বেগমগঞ্জের চৌমুহনীতে তিন ঘণ্টা সড়ক আটকে রাখেন। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা সড়ক ছাড়েন।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরার চেষ্টা চলছে বলে জানান ওসি।