দেশের কিছু কিছু এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাটের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠায় তাদের বিরুদ্ধে সাংঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Published : 14 Aug 2024, 09:13 PM
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাগেরহাট জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির প্যাডে দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আইউব মোল্লা বাবুকে প্রধান সমন্বয়ক করে ছয় সদস্যের বাগেরহাট জেলা যুবদলের কমিটি দেয় কেন্দ্র। এখন সেই কমিটি বাতিল করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের বাগেরহাট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। এখন থেকে জেলা যুবদলের সাংগঠনিক পরিচয় ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হচ্ছে। কারো বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ পাওয়া গেলে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছে কেন্দ্রীয় কমিটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশের মত বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়ও আওয়ামী লীগ কার্যালয়, নেতাকর্মীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জেলার শতশত মাছের ঘের দখল ও মাছ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
দেশের কিছু এলাকায় এসব ঘটনার সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠায় তাদের বিরুদ্ধে সাংঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যদিও বাগেরহাট যুবদলের নেতারা তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন।
তারা বলেন, নেতারা তিন-চার দিনে বিভিন্ন এলাকায় গিয়ে অন্তত তিনশর বেশি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এসব সমস্যার সমাধান করেছেন। এসব অপকর্মে জড়িতদের দল প্রশ্রয় দেবে না। দলের পরিচয় বহন করে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম কেউ করতে গেলে তাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতারা।