পুলিশ জানায়, ১৯ মার্চ সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহত কবির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Published : 15 Apr 2025, 03:56 PM
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সাবেক ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার এনায়েতপুরের ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল মীর (৫৫) ও এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম (৪৭)।
ওসি রওশন ইয়াজদানি বলেন, “গত ১৮ মার্চ সাবেক সংসদ সদস্য মঞ্জুর কাদেরের সমর্থকরা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করেন। কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিমের সমর্থকরা তাতে বাধা দেন।
“এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সাতজন নেতাকর্মী আহত হন। ১৯ মার্চ রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঞ্জুর কাদেরের সমর্থক সাবেক ছাত্রদল নেতা কবির হোসেনের (২৮) মৃত্যু হয়। তিনি চাঁদপুর গ্রামের ফজল হকের ছেলে এবং সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও বিএনপি একাংশের ৮০-৯০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।”
ওসি বলেন, “মঙ্গলবার দুপুরে এনায়েতপুর মেডিকেল কলেজ এলাকা থেকে বিএনপি নেতা জামাল মীরকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাতে র্যাব-২ এর সদস্যরা ঢাকা থেকে যুবদল নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তারের পর তাকে এনায়েতপুর থানায় হস্তান্তর করেছেন।
গ্রেপ্তাররা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দুইজনকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।