তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 22 Oct 2024, 03:32 PM
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা করাতে গেলে র্যাব-১২ একটি টিম তাকে গ্রেপ্তার করে বলে তাড়াশ থানার ওসি আসলাম হোসেন জানান।
গ্রেপ্তার মনিরুজ্জামান মনি টানা দুবার তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া তাড়াশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। তিনি আওয়ামী লীগের তাড়াশ উপজেলা শাখার বিগত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।
ওসি বলেন, “২০১৮ সালের ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি প্রচারের গাড়ি বহরে হামলা, ভাঙচুর এবং হত্যা চেষ্টার ঘটনা ঘটে।
“সেই অভিযোগে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদি হয়ে থানায় ৯৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ৩০০ জনের নামে মামলা করেন। গ্রেপ্তার মনিরুজ্জামান মনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।”
মনিরুজ্জামানকে গ্রেপ্তারের পর রাতেই তাকে সিরাজগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। সকালে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বওেল জানান ওসি আসলাম হোসেন।