সদর থানার ওসি বলেন, “সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে তিনজনকে সনাক্ত করা হয়েছে।”
Published : 06 Apr 2025, 08:49 PM
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর অতর্কিতে হামলার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকাল সোয়া ৩টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন জানান।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন- মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।
সাংবাদিক খোরশেদ আলম বলেন, শহরের জলেশ্বরীতলার লামাম্মার মোড়ে একটি জুস বারে জুস খেয়ে বের হন তারা। তখন হঠাৎ করেই ১০-১২ জন সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চান।
“এসময় আমি এগিয়ে গেলে তারা আমাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে চালায় হামলা। কিছু বুঝে উঠার আগেই দুইজনকে এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা।”
খোরশেদ বলেন, এ সময় চিৎকার করলে হামলাকারীরা সটকে পড়ে। শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরে তারা মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসা নেন।
সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন, “তারা প্রথমে আমার নাম জানতে চায়, এ সময় খোরশেদ ভাই এগিয়ে গেলে তাকে প্রথম মারধর শুরু করে। তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও এলোপাতাড়ি মেরে জখম করে। এখন হাসপাতালে ভর্তি আছি। চিকিৎসা শেষে থানায় মামলা করব।”
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে তিনজনকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”