ফরিদপুর পৌরসভার উন্নয়নের দায়িত্ব দিয়ে মন্ত্রীকে সোনার প্রতীকী চাবি তুলেন দেন মেয়র।
Published : 20 Jan 2024, 10:58 PM
ফরিদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে সোনার নৌকা ও চাবি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।
শনিবার বিকালে শহরের মুজিব সড়কে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের হাতে সোনার নৌকা তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সোনার প্রতীকী চাবি তুলে দেন পৌরসভার মেয়র।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সভায় মন্ত্রী ছাড়াও বক্তব্য দেন জেলার সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ এবং পৌরসভার মেয়র অমিতাভ বোস।
অমিতাভ বোস বলেন, “তিনি (আব্দুর রহমান) জেলার কৃতি সন্তান, সরকারের মন্ত্রী। প্রতীকী চাবি দিয়ে তার কাছে আমাদের পৌরসভার উন্নয়নভার তুলে দিয়েছি।”
এ সময় মন্ত্রী আব্দুর রহমান বলেন, “আজকের এই সংবর্ধনা আমার নয়, এটা জেলাবাসীর জন্য উৎসর্গ করলাম।”
অনেকেই আওয়ামী লীগ সেজে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন দাবি করে তিনি বলেন, “বিভেদ সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে। দলকে আরো শক্তিশালী করতে হলে নিবেদিতপ্রাণ কর্মীদের গুরুত্ব দিতে হবে।”
আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “দলীয় প্রধান দ্বাদশ জাতীয় নির্বাচনকে উৎসবমুখর করতে আগ্রহীদের প্রার্থী হতে উৎসাহিত করেছিলেন।
“এ সুযোগে টাকা ছড়িয়ে অর্থ-বৃত্তের মালিক কোনো কোনো স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।”
মন্ত্রী আরও বলেন, “যারা দলীয় প্রতীক পেয়েও বিজয়ী হতে পারেননি, তারা ওই টাকাওলাদের কাছে হেরেছেন। তাদের জন্য দুঃখ লাগে।”
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবারই প্রথম নিজ জেলা ফরিদপুরে আসেন আব্দুর রহমান।
দুপুরে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এবং পুলিশ সুপার মো. মোর্শেদ আলম সার্কিট হাউজে তাকে লাল গালিচা সংবর্ধনা দেন।