Published : 20 Sep 2024, 10:12 PM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশাকে চাপা দিয়েছে একটি কভার্ড ভ্যান। এতে অটোরিকশা চালক ও যাত্রীর প্রাণ গেছে; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে উপজেলার মিয়াবাজার এলাকার কাশিনগর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে বলে জানান মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. শাহদাত হোসেন।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে অটোরিকশা চালক রাশেদ মিয়া (২৭) এবং অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ বোস্তামী এলাকার মো. ইব্রাহিম (৫০)। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার পরপর এলাকাবাসী ও স্বজনরা মৃতদেহ নিয়ে যাওয়ায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাশেদের মামাতো ভাই মজিবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী আমান উল্লা জানান, ঢাকামুখী দ্রুতগতির একটি কভার্ড ভ্যান মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি অটোরিকশাকে চাপা দেয়। এর মধ্যে দুটি একেবারেই দুমড়ে-মুচড়ে গেছে।
এ সময় একটি অটোরিকশার ভেতরে থাকা চালক এবং এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন অন্য অটোরিকশার আরও তিনজন। ঘটনার পরপর স্বজনরা তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।
ওসি শাহদাত হোসেন বলেন, “দুইজন নিহত হয়েছেন বলে জেনেছি। তবে ঘটনাস্থলে গিয়ে নিহত কিংবা আহত কাউকে পাইনি। তাদের পরিচয়ও নিশ্চিত হতে পারিনি।
“তবে কভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া দুর্ঘটনা কবলিত অটোরিকশাগুলো সরিয়ে ফেলায়, সেগুলোও পাওয়া যায়নি।”
এ ঘটনায় আটক কভার্ড ভ্যান চালককে হেফাজতে নেওয়া হয়েছে; তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
রাশেদের মামাতো ভাই মজিবুর বলেন, “এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে রাশেদকে দাফন করা হয়েছে। আর নিহত যাত্রী ইব্রাহিমকে নিয়ে গেছেন তার স্বজনরা।”