র্যাব জানায়, গত ২১ অগাস্ট মতছিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
Published : 04 Sep 2024, 08:12 PM
সিলেটের বিশ্বনাথে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতা সৃষ্টির ঘটনায় করা মামলার আসামি এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার বেলা ১টার দিকে বিশ্বনাথ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও এএসপি মো. মশিহুর রহমান সোহেল জানান।
গ্রেপ্তার ফখরুল আহমদ মতছিন (৫০) বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেওকলস ইউপির চেয়ারম্যান।
এএসপি মশিহুর বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতা সৃষ্টির অভিযোগে গত ২১ অগাস্ট মতছিনের বিরুদ্ধে আদালতে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মতছিনকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র্যবের এ কর্মকর্তা বলেন, এ মামলার বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।