সমাবেশ শিক্ষার্থীরা হুশিঁয়ার করে বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন ব্যর্থ হলে তারা আবারও আন্দোলনের ডাক দেবেন।
Published : 26 Feb 2025, 11:54 PM
ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ সব ধরনের অরাজকতার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লা ও চাঁদপুরের শিক্ষার্থীরা।
সারাদেশে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতিতে জড়িত অপরাধীদেরও দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
এর মধ্যে বুধবার সকালে কুমিল্লার পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
ধর্ষণ-ধর্ষক, ছিনতাইকারী ও লুটেরাদের বিরুদ্ধে বিভিন্ন লেখা সংবলিত পেস্টুন নিয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নাইমা ইসলাম বলেন, “আজকে আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে যেটা মেনে নেওয়া যায় না। নারীরা রাস্তায়ও নিরাপদ নয় এমন কি বাসায়ও নিরাপদ নয়। যেখানে সেখানে নারীদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে।
“আমরা প্রশাসনের নিকট এর বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা ঘরে ফিরে যাব না।”
রূপসী বাংলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নাদিয়া তাসনীম বলেন, “আমাদের এই শান্তিপূর্ণ বাংলাদেশে প্রতিনিয়তই ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই ঘটছে৷ অবশ্য আমি এখন এটাকে আর শান্তিপূর্ণ বাংলাদেশ বলবো না কারণ এখানে এখন প্রতিনিয়ত অরাজকতা হচ্ছে। আমরা ধর্ষকদের শাস্তি নয় তাদের ফাঁসি চাই।”
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী বোরহান আহমেদ বলেন, “আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ দেশ চেয়েছিলাম। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হয়ে আমাদেরকে শান্তিপূর্ণ বাঁচার পরিবেশ তৈরি করে দিবে।কিন্তু তা বাস্তবায়ন হচ্ছে না।”
সমাবেশ শিক্ষার্থীরা হুশিঁয়ার করে বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রশাসন ব্যর্থ হলে তারা আবারও আন্দোলনের ডাক দেবেন।
অন্যদিকে বুধবার বিকালে চাঁদপুরে সব ধরনের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকরে ফাঁসি দে’ এই স্লোগানে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়।
কর্মসূচিতে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব ভূঁইয়া বলেন, “সারাদেশে যে পরিমাণে ধর্ষণ-চুরি-ডাকাতি ও হত্যা হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি অতি দ্রুত আইন-শৃঙ্খলার উন্নতি করতে হবে।
“স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যেন অবাধে রাস্তা দিয়ে চলাচল করতে পারে। তারা যেন ইভটিজিং ও ধর্ষণের শিকার না হয়। সম্প্রতি সময়ে যেসব অপরাধ সংঘটিত হয়েছে এসব ঘটনায় জড়িতের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।”
আরও বক্তৃতা করেন, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল খান, ইসরাত জাহান বিন্দু, সায়মা কলি ও সাদিয়া আক্তার, পুরান বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী জুবায়ের ইসলাম ও আশিক এবং লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া জাহান।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার মধ্যে চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণসহ সব অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করেন।