পুলিশের ধারণা, ঢলের পানির সঙ্গে হয়ত ভারত থেকে শিশুটির লাশ ভেসে এসেছে।
Published : 04 Jun 2024, 09:41 PM
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বিলে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কন্যা শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার সদর ইউপির গদিরাশি গ্রামের পাশে একটি বিলে লাশটি পাওয়া যায় বলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান।
শিশুটির নাম-পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পরির্দশক সুকান্ত বলেন, “ ওই বিলে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি।”
উজানের ঢলের পানির সঙ্গে হয়ত ভারত থেকে শিশুটির লাশ ভেসে এসেছে বলে প্রাথমিক ধারণা এই পুলিশ কর্মকর্তার।
লাশটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে; লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ পরির্দশক।