তাকে বাইক থেকে নামিয়ে প্রথমে চর-থাপ্পড়; পরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, বলেন স্থানীয়রা।
Published : 26 Dec 2024, 12:01 AM
মাদারীপুরে বাইক থেকে নামিয়ে নবম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয়েছে ঢাকার পঙ্গু হাসপাতালে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আল মামুন জানান।
আহত হামিম খান (১৬) সদর উপজেলার উত্তর মহিষেরচর এলাকার আজম খানের ছেলে ও শহরের আলহাজ আমিন উদ্দিন হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ, স্বজন ও স্থানীয়রা বলেন, দুপুরে ব্যক্তিগত কাজে বাইক নিয়ে বাড়ি থেকে তাল্লুক এলাকার দিকে যাচ্ছিল শিক্ষার্থী হামিম খান। মাঝপথে জাফরাবাদ এলাকায় পৌঁছলে দুষ্কৃতকারীরা হামিমের বাইকের গতিরোধ করে। পরে তাকে বাইক থেকে নামিয়ে প্রথমে চর-থাপ্পড় দেয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ওই শিক্ষার্থীকে জখম করে দুষ্কৃতকারীরা। হামিমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।
খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
হামিমের চাচা শামীম খান বলেন, “পূর্ব শত্রুতার জেরে ভাতিজাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার বিচার চাই।”
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আল মামুন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় কোন্দল থেকে এ হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।”