সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বলেন, করপোরেশনের প্রকৌশলীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
Published : 20 Sep 2024, 10:23 PM
গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগে বরিশাল সিটি করপোরেশনের প্রায় ১৯ কোটি টাকা ক্ষতির দাবি করা হচ্ছে।
সিটি করপোরেশনের প্রকৌশলীরা এ ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছেন বলে জানান জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল।
গত ৫ অগাস্ট সরকার পতনের পর সারাদেশের মত বরিশাল নগরীতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনা ঘটে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ জনপ্রতিনিধিদের বাসা-বাড়ি, প্রতিষ্ঠানসহ বরিশাল সিটি করপোরেশনের কিছু স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিক্ষুব্ধরা বরিশাল সিটি করপোরেশনের নগর ভবন, অ্যানেক্স ভবন ও বঙ্গবন্ধু অডিটোরিয়ামে হামলা, ভাঙচুর ও লটুপাট করে।
এর মধ্যে অ্যানেক্স ভবনের নিচতলায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় ছিল।
ওই ভবনে সিটি করপোরেশনের সেই সময়ের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অফিস করতেন।
হামলা-ভাঙচুরে থাকা একজন বলেন, ওই ভবনটি সিটি করপোরেশনের ছিল তা অনেকেই জানত না।
সিটি করপোরেশন বলছে, অগ্নিসংযোগে পাঁচতলা বিশিষ্ট অ্যানেক্স ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে ১২ কোটি, ৩১ লাখ ৩৬ হাজার ৭৪৯ টাকা।
এ ভবনে সংরক্ষিত জনস্বাস্থ্য বিভাগের সরকারি ভ্যাকসিন, লজিস্টিক মালামাল, ভিটামিন এ ক্যাপসুল, জন্ম-মৃত্যু নিবন্ধন সরঞ্জামাদি ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে এক কোটি ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ভবনে মশকনিধন কার্যক্রমের ব্যবহৃত যন্ত্রপাতি, আসবাবপত্র, ওষুধ ও মালামাল পুড়ে ক্ষতি হয়েছে ৬৯ লাখ, ২৮ হাজার ৩৪০ টাকা।
অ্যানেক্স ভবনের নিচতলায় পরিচ্ছন্নতা বিভাগের মালামাল ও আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়েছে ১৫ লাখ ৩২ হাজার টাকা।
এছাড়াও বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের বিবি পুকুরের চারপাশের বৈদ্যুতিক সরঞ্জাম ভাঙচুর ও নষ্ট করে ক্ষতি করা হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৭১০ টাকার।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পাঁচতলা বিশিষ্ট বঙ্গবন্ধু অডিটোরিয়াম ভাঙচুর ও মালামাল নষ্ট করায় ক্ষতি হয়েছে ৪ কোটি ৪১ লাখ ২৭ হাজার ১৫০ টাকা।
নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় তিন তলা বিশিষ্ট নগর ভবনের আংশিক ভাঙচুরে ক্ষতি হয়েছে ৭ লাখ ২৩ হাজার ১৮৬ টাকা।
ক্ষতির পরিমান মোট ১৮ কোটি ৭৫ লাখ ৩১ হাজার ১৪৫ টাকা।
এ বিষয়ে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন, “সিটি করপোরেশনের প্রকৌশলীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”