বরিশালে শ্যালকের শাবলের আঘাতে ভগ্নিপতি নিহত

এ সময় ভগ্নিপতির হাতে থাকা দা-এর আঘাতে শ্যালকও আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2022, 01:51 PM
Updated : 16 August 2022, 01:51 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমির বিরোধের জেরে শাবলের আঘাতে ভগ্নিপতিকে হত্যার অভিযোগে শ্যালককে আটক করেছে পুলিশ।

উপজেলার জয়নগর ইউনিয়নের ছোনখোলা চরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান বলে কাজিরহাট থানার ওসি মো. জুবাইর আহম্মেদ জানান।

নিহত কেতাব আলী সরদার (৫০) উপজেলার পুরান আন্ধারমানিক গ্রামের বেলায়েত ঢালী সরদারের ছেলে।

আট টিপু হাওলাদার একই গ্রামের সেরাজ হাওলাদারের ছেলে।

ওসি জোবায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমির নিয়ে শ্বশুরের পরিবারের সঙ্গে বিরোধ রয়েছে কেতাব আলীর। এর জেরে শ্যালক টিপু হাওলাদারের সঙ্গে তর্কবিতর্ক ও মারামারি হয় তার। একপর্যায়ে শ্যালকের শাবলের আঘাতে তিনি আহত হন। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সে সময় সেখানে আর কেউ ছিলেন না জানিয়ে ওসি বলেন, কেতাব আলীর দায়ের কোপে টিপুও আহত হয়েছেন। তাকে আটক করা হয়েছে।

গ্রাম পুলিশের সদস্য মো. খলিল জানান, কেতাব আলী বিদেশে ছিলেন। তিনি স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। সেই টাকায় কেতাবের শ্বশুর সেরাজ তার তিন ছেলে ও এক মেয়ের নামে জমি কেনেন। এ নিয়ে কেতাব আলীর সঙ্গে তার শ্বশুরের পরিবারের বিরোধ রয়েছে।

মঙ্গলবার বিরোধপূর্ণ জমি চাষ করতে যান কেতাব আলী। তখন টিপু গিয়ে বাধা দিলে দুইজনের মধ্যে মারামারি হয়।

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।