এফিনিটি কমিউনিকেশন লিমিটেডের জামিনদার হিসাবে বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকায় মাহী বি চৌধুরীর নাম আছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
Published : 03 Dec 2023, 02:21 PM
জামিনদার হিসাবে ঋণ খেলাপির কারণে মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আসনটির বর্তমান সংসদ সদস্য ও বিকল্পধারার ভাইস চেয়ারম্যান।
রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন কুলা প্রতীকের এই এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
তিনি জানান, এফিনিটি কমিউনিকেশন লিমিটেডের জামিনদার হিসাবে বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকায় তার নাম রয়েছে।
তবে মুন্সীগঞ্জ-১ আসনে শ্রীনগর উপজেলা থেকে মাহী বি চৌধুরীর প্রস্তাবকারী গাজি শহিদুল্লাহ ঝিলু বলেন, “আমরা ঋণ খেলাপি নই। এ বিষয়ে আমরা আপিল করব।“
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের সংসদীয় আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ে আরও দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
তাদের মধ্যে বিএনএম প্রার্থী মোহাম্মদ ফরিদ হোসেনের প্রস্তাবকারী নির্বাচনী এলাকার ভোটার না হওয়ার কারণে এবং এক শতাংশ সমর্থনের ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারওয়ার কবিরের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, এই আসনে ১১ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ ও তৃণমূল বিএনপির প্রার্থী অন্তরা সেলিমা হুদাসহ আট প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মুন্সীগঞ্জ-২ আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল
এদিকে মুন্সীগঞ্জ-২ (লৌহজং ও টংগিবাড়ী) আসনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং অফিসার রিপন জানান, এক শতাংশ ভোটার সমর্থকের তালিকায় মৃত এবং বিদেশে থাকা ব্যক্তির নামে স্বাক্ষর জালিয়াতির কারণে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আসনটিতে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কারণে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কামাল খান, রিটার্ন জমা না দেওয়ায় বিএনএফর বাচ্চু শেখ, রিটার্ন জমা ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য না থাকায় মুক্তিজোটের নুরে আলম সিদ্দিকীর মনোনয়ন বাতিল করা হয়।
এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি, তৃণমূল বিএনপির জাহানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাইরাজ খান, জাকের পার্টির জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির জালাল ঢালী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শহিদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।