শরীয়তপুরে কভার্ড ভ্যান-নছিমন সংঘর্ষে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

পুলিশ জানায়, এ ঘটনায় আরও ৯ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2024, 11:30 AM
Updated : 12 March 2024, 11:30 AM

শরীয়তপুরের সদর উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নছিমন আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে; এ সময় আরও নয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে শরীয়তপুর-ডামুড্যা সড়কে উপজেলার আমিনবাজার মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহম্মেদ জানান।

নিহত লোকমান শেখ (৩৫) উপজেলার রুদ্রকর ইউনিয়নের হোগলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক।

স্থানীয়দের বরাতে ওসি মেজবাহ বলেন, সকালে লোকমান শেখসহ ওই এলাকার নয়জন নির্মাণ শ্রমিক জীবিকার তাগিদে নছিমনে করে নড়িয়া উপজেলার গোলার বাজার এলাকার দিনারা গ্রামে কাজের উদ্দেশ্যে রওয়ানা দেন।

“পথে ওই এলাকায় নছিমনটি পৌঁছলে বিপরীত দিক আসা কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় লোকমান শেখ, বাদল সরদার, মিরাজ খান, শাহ আলম হাওলাদার, শাহাদাত সরদার ও মোস্তফা ছৈয়ালসহ নয়জন আহত হন।”

ওসি বলেন, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লোকমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাদল সরদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কভার্ড ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।