গাজীপুরের বিভিন্ন এলাকায় এক থেকে দুই মাস করে ভাড়া বাসায় থেকে তারা কারখানায় কাজ করতেন বলে জানায় পুলিশ।
Published : 25 Oct 2023, 07:54 PM
গাজীপুর মহানগরীতে এক নারী শ্রমিককে হত্যার ঘটনায় কথিত স্বামীতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আশজাদ।
গ্রেপ্তার আবুল হোসেন (৪৭) দিনাজপুরের কাহারোল উপজেলার কাঠনা গ্রামের নাজির উদ্দিনের ছেলে। হত্যার শিকার শিখা বেগম (৩৫) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালি গ্রামের মো. সারোয়ার মিয়ার মেয়ে।
এর আগে ২২ অক্টোবর রাতে মহানগরীর বাসন থানার ইসলামপুর এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার ফাহিম বলেন, “স্বামী-স্ত্রী পরিচয়ে আবুল ও শিখা দুই বছর ধরে একসঙ্গে বসবাস করছিলেন। তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় এক থেকে দুই মাস করে ভাড়া বাসায় থেকে কারখানায় কাজ করতেন। তবে গ্রামে আবুলের স্ত্রী রয়েছে।
“ঘটনার দিন রাতে বাসায় তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় আবুলের কাছে ১৬ হাজার টাকা দাবি করেন শিখা। এক পর্যায়ে শিখা আবুলকে থাপ্পড় মারেন।
“এতে ক্ষিপ্ত হয়ে শিখাকে গলা টিপে হত্যার পর কাঁথা দিয়ে মুড়িয়ে বাইরে থেকে দরজা আটকে পালিয়ে যান আবুল।”
খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর পুলিশের একটি দল তদন্তে নামে বলে তিনি জানান। এ ঘটনায় গ্রেপ্তার আবুলের বিরুদ্ধে বাসন থানায় মামলা হয়েছে।
পরে আদালতের মাধ্যমে আবুলকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাসান থানার ওসি মো. আবু সিদ্দিক।