গ্রেপ্তার ব্যক্তি সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য বলে পুলিশের ভাষ্য।
Published : 21 Feb 2024, 04:38 PM
কক্সবাজারের টেকনাফে ইয়াবা নিয়ে পালানোর সময় একটি ইজিবাইক ধাওয়া দিয়ে আটক করেছে পুলিশ। পরে সেখান থেকে ইয়াবাসহ চালককে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকালে টেকনাফ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোহাম্মদ রাসেল জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত এলাকা থেকে মাদকের চালানটি জব্দ করেন তারা।
আটক নুরুল ইসলাম ওরফে নুরু (৩৫) ওই উপজেলার শিলবুনিয়া পাড়ার মোহাম্মদ ইউনুছের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “এক ব্যক্তি মাদকের বড় একটি চালান সংগ্রহ করে পাচার করছে খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি ইজিবাইক চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
“পরে পুলিশ সদস্যরা গাড়িটিকে অন্তত ১০ কিলোমিটার ধাওয়া করে শাহপরীর দ্বীপ-টেকনাফ সড়কের সংযোগস্থলে আটক করে। এ সময় ইজিবাইকের চালক পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।”
পরে তার দেওয়া তথ্যে চালকের আসনের সামনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ পুলিশ কর্মকর্তা বলছেন, ওই ইজিবাইক চালক সংঘবদ্ধ মাদক পাচারকারি চক্রের সদস্য। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।