ঝিনাইদহে ‘ভারতে পাচারের’ সময় ৮ সোনার বার উদ্ধার, গ্রেপ্তার ১

বিজিবি জানায়, সোনার ওজন ৯৩৩ গ্রাম; যার মূল্য ৭২ লাখ ৪০ হাজার টাকা।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 12:52 PM
Updated : 7 March 2023, 12:52 PM

ঝিনাইদহের যাদবপুর সীমান্তে ‘ভারতে পাচারের’ সময় আটটি সোনার বারসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার পুরাপাড়া বাসস্ট্যান্ড থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির ঝিনাইদহের খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা।

গ্রেপ্তার হারিবুর রহমান (৪৬) মাগুরার শালিখা উপজেলার কাদিরপাড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানা যায়, সোনার চালান পাচারের জন্য সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এতে বিজিবির টহল জোরদার করা হয়। এরপর একটি টহলদলের সন্দেহ হলে হাবিবুর রহমানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করলে আটটি সোনার বার পাওয়া যায়।

লেফট্যানেন্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বলেন, জব্দ সোনার ওজন ৯৩৩ গ্রাম; এর মূল্য প্রায় ৭২ লাখ ৪০ হাজার টাকা।

মহেশপুর থানায় মামলা করে হাবিবুরকে হস্তান্তর করা হয়েছে। সোনার বারগুলো ঝিনাইদহ কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।