উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে শ্রীপুরে ভোট অনুষ্ঠিত হবে।
Published : 23 Apr 2024, 07:23 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর তিনি ‘ভুল হয়েছে’ স্বীকার করে ভবিষ্যতে আর এমন হবে না বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে জানান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা।
জামিল হাসান দুর্জয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট রহমত আলী তাদের বাবা।
গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা জামিল হাসান দুর্জয় অনলাইনে মনোনয়নপত্র জমা দেন। পরে রোববার শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শ্রীপুর উপজেলা চত্বরে মিছিল ও শোডাউন করে মনোনয়নপত্রের ড্রাফট জমা দেন। এ সময় তার কর্মী-সমর্থকরা স্লোগান দেন।
সোমবার রাত সাড়ে ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা বলেন, শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মিছিল ও শোডাউন করেন চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান। এটা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ এর বিধি ১১ উপবিধি (২) এর সুস্পষ্ট লংঘন।
আচরণবিধি লংঘনের দায়ে রোববার রাতে তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “নির্বাচনি আচরণবিধি লংঘনের দায়ে কেন নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে প্রতিবেদন পাঠানো হবে না বা আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে না তা নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে জামিল হাসান দুর্জয়ের মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি।
তবে মঙ্গলবার দুপুরের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর জামিল হাসান দুর্জয় বিষয়টি তার ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। ভবিষ্যতে নির্বাচন আচরণ বিধিমালার বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন বলেও নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে শ্রীপুরে ভোট অনুষ্ঠিত হবে।