গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
Published : 04 Oct 2024, 12:01 AM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আলাইয়ারপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান।
গ্রেপ্তার মো. গিয়াস উদ্দিন পাটোয়ারী (৫০) আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তিনি দক্ষিণ হীরাপুর গ্রামের প্রয়াত আব্দুর রব পাটোয়ারীর ছেলে।
পুলিশ জানায়, ৪ ও ৫ অগাস্ট নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলায় জড়িতদের আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযানে চালিয়ে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ওসি মো. লিটন দেওয়ান বলেন, ৫ অগাস্ট পরবর্তী নাশকতা মামলায় চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।