‘ফাগুয়ার’ রঙ লেগেছে চা বাগানে সবুজ প্রান্তরে

চা জনগোষ্ঠী যে সংস্কৃতি ধরে রেখেছে তার কোনো একাডেমিক চর্চা বা প্রশিক্ষণ নেই; তারা বংশ পরম্পরায় সেটা ধরে রেখেছেন।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 12:36 PM
Updated : 12 March 2023, 12:36 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে ঐতিহ্যবাহী নাচে-গানে ফাগুয়া উৎসব পালন করছেন চা বাগানে নারী-পুরুষরা।

সনাতন ধর্ম মতে, ফাল্গুনে পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকাকে নিয়ে রঙ খেলায় মেতেছিলেন। দিনটিকে দোল পূর্ণিমা বলা হয়।

শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল ফুলছড়ায় চা বাগানে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।

গত তিন বছর ধরে উপজেলার ফুলছড়া চা বাগানের মাঠে সিলেট বিভাগের সকল চা বাগানের সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে আয়োজিত হয়ে আসছে ফাগুয়া উৎসব।

নীরাজ কুমার জায়সওয়াল বলেন, বাংলা তথা এই উপমহাদেশের সংস্কৃতির শিকড় অনেক প্রাচীন। সময়ের আবর্তে এই মূল্যবান সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। চা জনগোষ্ঠী যে সংস্কৃতি ধরে রেখেছে এর কোনো একাডেমিক চর্চা বা প্রশিক্ষণ নেই। তারা যা করছেন তাদের ভিতর থেকে। বংশ পরমপরায় তারা সেটা ধরে রেখেছেন।

তিনি আরও বলেন, “তাদের সঙ্গে থাকলে বোঝা যাবে তারা কত সরল মনের; অনুভব করা যাবে তাদের প্রকৃতিগত ঐতিহ্য এবং সংস্কৃতি কতোটা সমৃদ্ধ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নিবার্হী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী এবং কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, “বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব । এই উৎসবে প্রধানমন্ত্রী অনুদান পাঠিয়েছেন।”

শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এখানে বসবাসরত চা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতির গান, কাঠিনৃত্য, ঝুমুর নৃত্য, দণ্ড নাচ, ঘটি নৃত্যের অনুষ্ঠান হয়।