আফসার আলীর থানায় আসার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা থানা ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
Published : 17 Aug 2024, 04:57 PM
দিনাজপুরে ঘর-বাড়িতে হামলার অভিযোগে মামলা করতে থানায় গিয়ে উল্টো শিক্ষার্থীদের মামলায় গ্রেপ্তার হয়েছেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আফসার আলী।
শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সমন্বয়কের করা মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল।
স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন জানান, গত ৫ অগাস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আফসার আলীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে বোচাগঞ্জ থানায় মামলা করতে আসেন তিনি।
এ সময় আফসার আলীর থানায় আসার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতা থানা ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনীর উপস্থিতিতে ছাত্র-জনতা শান্ত হয়।
এক পর্যায়ে ছাত্র-জনতার দাবির মুখে আফসার আলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের মৌখিক ঘোষণা দেন।
ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, শুক্রবার রাতেই বোচাগঞ্জে ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে মামলা করেন আন্দোলনের সমন্বয়ক ফয়সাল মোস্তাক।
মামলায় সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে প্রধান আসামি করে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করা হয়।
মামলায় উল্লেখ করা হয়, ১৮ জুলাই বোচাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে এসব আসামিদের নির্দেশ ও সক্রিয় অংশগ্রহণে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে।
পরে ওই মামলায় উপজেলা চেয়ারম্যান আফসার আলীকে গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর জেলহাজতে প্রেরণ করে পুলিশ।