খালে বাঁধ দিয়ে প্রায় ২০ বছর ধরে প্রভাবশালীরা মাছ চাষ করে আসছিলেন বলে জানান স্থানীয়রা।
Published : 21 Sep 2024, 09:45 PM
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা-রাধাগঞ্জ খালে অবৈধভাবে দেওয়া আটটি বাঁধ কেটে এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
এ ছাড়া খালের ওপর নির্মাণ করা চারটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার কুশলা ইউনিয়ন পরিষদ ও পুলিশের সহযোগিতায় এ অভিযান চালানো হয় বলে জানান কোটালীপাড়া উপজেলা সহকারী (ভূমি) প্রতীক দত্ত।
কুশলা গ্রামের সেকেন্দার আলী বলেন, “প্রায় ২০ বছর ধরে কুশলা-রাধাগঞ্জ খালের ওপর ‘দেবর-ভাবি মার্কেট’ ও ‘খান মার্কেট’ নির্মাণসহ স্থানীয় কয়েকজন প্রভাবশালী অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছিলেন।
“অবশেষে উপজেলা প্রশাসন খালটি দখলমুক্ত করল। এটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় জনগণ আগামী দিনে বোরো আবাদ ও গবাদিপশু পালনে উপকৃত হবেন।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, চলমান কাজের অংশ হিসেবে কুশলা-রাধাগঞ্জ খালের আটটি বাঁধ কেটে এক কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব খাল দখলমুক্ত করা হবে।
সেইসঙ্গে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।