দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর

দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর পিলারের সামনে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2022, 09:57 AM
Updated : 8 Sept 2022, 09:57 AM

দিনাজপুর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার কমলপুর ইউনিয়নের দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর পিলারের সামনে বুধবার রাতে বিএসএফের গুলিতে ওই কিশোরের মৃত্যু হয় বলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভির জানান।

নিহত ১৬ বছর বয়সী মিনহাজুল ইসলাম আশকরপুর ইউনিয়নের ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে খানপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

জাহাঙ্গীর বলেন, বুধবার সাড়ে ৯টার দিকে কারো ডাকে মিনহাজুল ঘর থেকে বের হয়ে যায়। পরে রাত ১১টা পর্যন্ত মোবাইলে ফোনে করেও ছেলেকে পাওয়া য়ায়নি। সকালে স্থানীয়দের কাছে বিএসএফের গুলিতে সে নিহত হয়েছে বলে খবর পান।

বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর মিনহাজুলের লাশ হস্তান্তরের বিষয়ে সুরাহা করা হবে বলে জানান ওসি।