এটি হচ্ছে পাহাড়ে দীর্ঘদিন ধরে জারি থাকা অন্যায়-অবিচার, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের বলিষ্ঠ প্রতিবাদ, বলেন ইউপিডিএফ সভাপতি।
Published : 07 Jan 2024, 06:22 PM
দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একতরফা প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে পাহাড়ের বাসিন্দারা তা বর্জন করেছে উল্লেখ করে তাদের অভিনন্দন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ এ কথা জানান।
পার্বত্যবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “এটি হচ্ছে পাহাড়ে দীর্ঘদিন ধরে জারি থাকা অন্যায়-অবিচার, জুলুম ও নিপীড়নের বিরুদ্ধে জনগণের বলিষ্ঠ প্রতিবাদ; অত্যাচারী শাসক ও তাদের দোসরদের বিরুদ্ধে পাহাড়ের নাগরিকদের গণ রায় ঘোষণা।”
পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আজকের ‘ভোট বর্জন এক অভূতপূর্ব ও নজিরবিহীন’ মন্তব্য করে বিবৃতিতে ইউপিডিএফ সভাপতি বলেন, “এটি হচ্ছে ইউপিডিএফসহ আন্দোলনকারী গণসংগঠন ও জনগণের সুদৃঢ় ঐক্যের বহিঃপ্রকাশ।”
‘প্রহসন, ভোটারবিহীন ও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত নির্বাচন’ আখ্যায়িত করে ইউপিডিএফ নেতা আরও বলেন, “আওয়ামী লীগ দলটির ক্ষমতায় থাকার আর বিন্দুমাত্র নৈতিক ভিত্তি নেই।”
তিনি বলেন, “অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।”