মইনুল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে প্রচারও চালান।
Published : 25 Sep 2024, 01:19 AM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার ভোরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা ধরকারকুটি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার জানান।
গ্রেপ্তার মাইনুল ইসলাম (২৭) ওই গ্রামের বাসিন্দা। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মইনুল গরিব মৎস্যজীবী পরিবারের সন্তান। তিনি নিজে সিরাজগঞ্জে তাঁতে কাজ করতেন। কিন্তু গত কয়েক বছরে নানাভাবে তিনি প্রচুর অর্থের মালিক হয়েছেন। গাড়ি-বাড়ি এবং প্রচুর সহায়-সম্পদ করেছেন। তাকে নিয়ে কথা বলতে এলাকার মানুষ ভয় পেতেন।
২৭ জুলাই উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। মইনুল সেই নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে প্রচারও চালান। কিন্তু পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়।
ওসি রূপ কুমার সরকার বলেন, মাইনুলক ১৫১ ধারায় (ধর্তব্য অপরাধ নিবারণকল্প) গ্রেপ্তার বিকালে কারাগারে পাঠানো হয়েছে।