বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন।
Published : 31 Jan 2025, 10:40 AM
টঙ্গীতে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত। এতে লাখো মুসলমানের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে তুরাগ নদের তীর।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে তাবলীগ জামাতের এই আয়োজনের মূল কার্যক্রম শুরু হলেও ইজতেমায় অংশ নিতে মানুষের ঢল নেমেছিল বৃস্পতিবার থেকেই। সেদিনই পরিপূর্ণ হয়ে গিয়েছিল ইজতেমার ময়দান।
শুক্রবার সকালেও দেশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসলমানরা হাজির হচ্ছেন ময়দানে। ভোর থেকেই বিভিন্ন যানবাহনের মাধ্যমে টঙ্গী ও ঢাকার আশেপাশের জেলা থেকে টুপি পাঞ্জাবি পরা মানুষ ইজতেমার ময়দানের দিকে ছুটছেন।
তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা কর্মসূচি।
পরে শুক্রবার সকালে ফজরের নামাজের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান।
তিনি আরো জানান, শুক্রবার পৌনে ১০টা থেকে খিত্তায় খিত্তায় শুরু হয় তালিমের আমল। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব। এ ছাড়াও বিশেষ কিছু অনুষ্ঠান হয়।
যেমন, সকাল ১০টা থেকে শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করছেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করছেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করছেন ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।
এছাড়া দুপুরে বিশ্ব ইজতেমায় দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইমামতি করবেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি মাওলানা জোবায়ের সাহেব।
এ নামাজে কয়েক লাখ মানুষ অংশ নিবে বলে আশা করছেন আয়োজকরা।
জুমার পর বয়ান করবেন জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব সাহেব। বাদ আসর বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেবের বয়ান করার কথা রয়েছে। এছাড়াও বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।
৭২টি দেশের ২ হাজার ১৫০জন বিদেশি মেহমান
এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ময়দানে হাজির হয়েছেন।
তারা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন বলে জানিয়েছেন শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
বেলা গড়ানোর সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলেও তিনি জানান।
তাবলীগ জামাতের দুটি পক্ষ মাওলানা জোবায়ের এবং মাওলানা সাদের মধ্যে বিভেদের কারণে গত কয়েকবছরের মত এবারও বিশ্ব ইজতেমা হচ্ছে দুই পর্বে।
এর মধ্যে শুক্রবার থেকে মাওলানা জোবায়েরের অনুসারীদের অংশগ্রহণে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই পর্বটিও অনুষ্ঠিত হচ্ছে দুই ধাপে।
প্রথম পর্বের প্রথম ধাপ ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
আর ৮ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বলে জানা গেছে।
পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন মাওলানা সাদের অনুসারীরা।