পুলিশ জানায়, রোববার বিকাল চারটা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
Published : 13 Oct 2024, 06:26 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূজা মণ্ডপের পাশে নাচতে গিয়ে পায়ে পারা লাগার জেরে মারামারিতে ছুরিকাহত হয়েছে এক কিশোর।
শনিবার রাত ১০টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় হিন্দুপাড়া রামমন্দির পূজা মণ্ডপের পাশের একটি খালি জায়গায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।
ছুরিকাহত মো. শান্ত নামে ১৬ বছর বয়সি কিশোর নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছে বলে পুলিশ জানায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, “গতরাত দশটার দিকে পূজামণ্ডপের পাশে গান ছেড়ে নাচছিল কয়েকটি কিশোর। পাশের কলোনিতে থাকে তারা। নাচের এক পর্যায়ে একজনের পায়ে আরেকজনের পারা লাগে। এ নিয়ে কিশোরদের মধ্যে হাতাহাতি শুরু করে। এক পর্যায়ে শান্তকে পেছন থেকে কেউ একজন ছুরি দিয়ে আঘাত করে।”
ওসি বলেন, “যে কিশোররা নাচছিল তারা সবাই মুসলিম। পূজাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেনি। এতে পূজার বিঘ্ন ঘটেনি।”
মন্দিরের সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস বলেন, “পূজাকে কেন্দ্র করে কিছু হয়নি। মারামারির ঘটনায় দর্শণার্থীরা ভীত হয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো বিশৃঙ্খলা হয়নি।”
রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলার এসপি প্রত্যুষ কুমার মজুমদার, সদর ইউএনও মোহাম্মদ জাফর সাদিক।
মারামারির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন এসপি।
তবে, রোববার বিকাল চারটা পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
ওসি শরীফুল বলেন, “তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে। পুলিশ ভিক্টিম ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে। তারা মামলা করতে আগ্রহী নন।”