জামালপুরে বিএনপির ৪৪ নেতা-কর্মী আটক

বিক্ষোভ সমাবেশ বানচাল করতে পুলিশ গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের আটক করেছে বলে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অভিযোগ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2023, 12:06 PM
Updated : 19 May 2023, 12:06 PM

জামালপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় বিএনপির ৪৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। আটকরা নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকদের মধ্যে জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, জেলা কৃষক দলের সভাপতি মাজেদুল ইসলাম ছাত্তার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সমবায় বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য মনোয়ার হোসেন মনু, রানাগাছা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা সরোয়ার আলম, তারেক জিয়া তরুণ প্রজন্ম দল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রিন্স মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাবিবুর রহমান হাবিব আছেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, “শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ বানচাল করতে পুলিশ গায়েবি মামলা দিয়ে বিএনপির ৪৪ নেতা-কর্মীকে আটক করেছে।”

আটক সব নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপির এই নেতা।