পাবনায় বজ্রপাতে ১৪টি গরুসহ যুবকের মৃত্যু

সজিব প্রতিদিন নিজেদের খামারের গরুগুলোকে ঘাস খাওয়াতে কামালপুরের প্রত্যন্ত চরের পতিত জমিতে নিয়ে যেতেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2023, 06:42 AM
Updated : 17 May 2023, 06:42 AM

পাবনার ঈশ্বরদী উপজেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন চরের জমিতে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া এক যুবক। এ সময় বজ্রাঘাতে মারা গেছে ১৪টি গরুও। 

মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুরের চরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার। 

নিহত সজিব হোসেন (২৫)  লক্ষ্মীকুণ্ডার কামালপুর গ্রামের আলহাজ প্রামাণিকের ছেলে। তিনি প্রতিদিন নিজেদের খামারের গরুগুলোকে ঘাস খাওয়াতে কামালপুরের প্রত্যন্ত চরের পতিত জমিতে নিয়ে যেতেন। 

আলহাজ প্রামাণিক বলেন, “মঙ্গলবার বিকালে যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় তখন আমি মোবাইলে ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে বলি।

“কিন্তু বাড়ি ফেরার পথে আমার ছেলের জীবন চলে গেল। কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। ছেলেই আমার সংসারের হাল ধরেছিল।” 

ছেলেকে হারানোর পাশাপাশি ১৪টি গরু মারা যাওয়ায় পরিবারটির ১০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা। 

স্থানীয়দের বরাতে ওসি অরবিন্দ সরকার জানান, বৃষ্টি শেষ হওয়ার পর স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে। 

তিনি আরও বলেন, “বজ্রপাত থেকে বাঁচতে হলে সবাইকে প্রথমে সতর্ক হতে হবে। বিশেষ করে খোলা আকাশের নিচে থাকা যাবে না।”