আহত জিসানকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 16 Jan 2024, 08:03 PM
বরিশাল নগরীতে ভোটের দিনে খাবারের প্যাকেটের ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে নৌকার এক কর্মীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাতে নগরীর ভাটিখানা আবেদাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শাফায়েত হোসেন জিসান (২২) নগরীর কাউনিয়া বাসুমিয়ার গলির বাসিন্দা মো. জাহিদুল ইসলাম জাহিদ হাওলাদারের ছেলে। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- নগরীর ভাটিখানা জোর মসজিদ দ্বিতীয় গলির বাসিন্দা মেহরাব মিয়া (২১), প্রথম গলির বাসিন্দা সোয়েব মোল্লা (২২) ও ভাটিখানা আবেদাবাগ এলাকার মো. মামুন মল্লিক (২৪)।
পুলিশ জানায়, জিসানের বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বরাত দিয়ে পরিদর্শক মোস্তাফিজুর বলেন, জিসান নৌকার কর্মী। ভোটের দিন দুপুরে কেন্দ্রের জন্য দেওয়া খাবারের বণ্টন নিয়ে আসামিদের সঙ্গে তার বিরোধ হয়। এর জেরে সোমবার রাতে তারা কাউনিয়া হাউজিং এলাকা থেকে জিসানকে অপহরণ করে হত্যার চেষ্টা করেছে।
“রাতে কাউনিয়া হাউজিংয়ে জিসানকে মারধর করে একটি অটোরিকশা অপহরণ করা হয়। পরে তাকে নগরীর ভাটিখানা আবেদাবাগ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে মারধরের সময় জিসানের চিৎকারে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
“পরে পুলিশ গিয়ে তিনজনকে একটি ছুরিসহ আটক করে। এ ছাড়া আহত জিসানকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
পরে ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক মোস্তাফিজুর।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরিশাল মহানগর হাকিম আল ফয়সাল তিনজনকে জেলে পাঠিয়েছেন।”