এ ঘটনায় করা মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
Published : 23 Feb 2025, 10:45 PM
পাবনা শহরের দিলালপুর মহল্লায় একটি মন্দিরে দুদফা ভাঙচুরের অভিযোগে মামলার পর সাবেক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে পুলিশ নিজের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে সদর থানার ওসি আব্দুস সালাম জানান।
গ্রেপ্তার জাহিদ হাসান হ্যাপি (৪০) পাবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লার আব্দুর রহিম খানের ছেলে।
তিনি পাবনা সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
তার মেজ ভাই জাকির হোসেন জ্যাকি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পাবনা সদর উপজেলা শাখার সদস্যসচিব।
মন্দির কমিটির সভাপতি শ্যামল বলেন, শনিবার রাতের কোনোএক সময় শহরের দিলালপুর এলাকার শ্রী শ্রী রক্ষা কালিমাতার মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে দুষ্কৃতকারীরা।
এ ঘটনায় শনিবার রাতে মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার ঘোষ বাদী হয়ে অজ্ঞাত একজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
রোববার সকালে প্রশাসনের লোকজন মন্দির পরির্দশন করে সেখানে পুলিশ পাহাড়ার ব্যবস্থা করে।
কিছু সময় পর দায়িত্বরত পুলিশ সদস্যরা বাইরে গেলে মন্দিরের তালা ভেঙে দ্বিতীয় দফায় প্রতিমা ভাঙচুর করা হয় বলে অভিযোগ মন্দির কমিটির সভাপতির।
খবর পেয়ে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন মন্দির পরিদর্শন করেন।
দুপুরে পুলিশ অভিযান চালিয়ে জাহিদ হাসান হ্যাপিকে গ্রেপ্তার করে।
মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার বলেন, “সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তি চাই।”
ওসি আব্দুস সালাম বলেন, “আমরা সিসি ক্যামেরার ভিডিও দেখে একজনকে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”