রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা গ্রামে ৬৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটে।
Published : 10 Jun 2024, 12:05 AM
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ প্রায় দশ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে।
বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নগর হায়দ্রাবাদ এলাকা দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
এর আগে রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা গ্রামে ৬৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটে। ঘটনার পর মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
নিহত আনোয়ার হোসেন (৫০) ওই ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত চারু মিয়ার ছেলে। তার স্ত্রী ও চার সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, “সকালে ভারত থেকে চিনি আনতে গিয়ে বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন বলে খবর দেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফের সদস্যরা আনোয়ারকে প্রথমে পায়ে এবং পরে বুকে গুলি করে। ”
“পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে কাঁটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পাই। এরপর বিএসএফ ওই ব্যক্তির মরদেহ নিয়ে যায়।”
তিনি আরও জানান, ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়। এরপর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে সন্ধ্যার দিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, নিহত আনোয়ার হোসেন ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। রোববার সকালে তিনি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে।
“এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হয়েছে। ”
পরে বিজিবির সদস্যরা মরদেহ বুঝিয়ে দেয় থানা পুলিশের কাছে।
বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার বলেন, “হস্তান্তরের পর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ”
পুরানো খবর: