১ অক্টোবর সন্ধ্যার দিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন একটি মুরগী ফার্মের ওই শ্রমিক।
Published : 11 Oct 2024, 05:35 PM
সিরাজগঞ্জ সদর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার ভোরে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের সরাইল এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে সকালে জানিয়েছেন র্যাব-১২ সদর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম।
গ্রেপ্তার ডলার তালুকদার (৩৭) সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।
এম আবুল হাশেম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্যাতনের শিকার ৩৯ বছর বয়সী ওই নারী সদর উপজেলার একটি মুরগী ফার্মের শ্রমিক। ১ অক্টোবর সন্ধ্যার দিকে তিনি ফার্মের মালিকের স্বজনের বাড়িতে ডিম পৌঁছে দিতে একটি রিকশাভ্যানে করে যাচ্ছিলেন।
পথে ডুমুরইছা হাটখোলা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক ভ্যানটি থামিয়ে জোরপূর্বক তাতে উঠে পড়ে। তারা ভ্যানটি একটি ইউক্যালিপটাস গাছের বাগানে নিয়ে ওই নারীকে সংঘবব্ধ ধর্ষণ করে।
একপর্যায়ে ওই নারীর মোবাইল ও সোনার কানের দুল খুলে নিয়ে অসুস্থ অবস্থায় রাত ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে দেয় অভিযুক্তরা।
ওই নারী ফার্মে ফিরে গিয়ে বিষয়টি মালিককে অবগত করলে পরের দিন তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ৫ অক্টোবর নির্যাতিত ওই নারী নিজে বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ এবং ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, মামলার পরে ছায়া তদন্ত শুরু করে র্যাব। এর মধ্যে শুক্রবার ভোরে পলাতক আসামি ডলার তালুকদারকে গ্রেপ্তার করা হয়।
সকালে তাকে থানায় হস্তান্তর করা হলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করেছে।